Warning: Creating default object from empty value in /home/banglahealthtv/public_html/wp-content/themes/demotvtwo/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে চিকিৎসক সমাজের বিশাল  মিলনমেলা - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে চিকিৎসক সমাজের বিশাল  মিলনমেলা - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ

বিসিপিএস এর সুবর্ণ জয়ন্তী ও ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে চিকিৎসক সমাজের বিশাল  মিলনমেলা

যুক্তরাজ্যের রয়েল কলেজগুলোর আদলে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্‌ এন্ড সার্জনস্‌ (বিসিপিএস) এর প্রতিষ্ঠার গৌরবোজ্জল ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৬ই জুন, ২০২২ খ্রি. তারিখ সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং ৭ই জুন, ২০২২ খ্রি. তারিখ কলেজের ১৪তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে । কলেজের এই দুইটি মর্যাদাপূর্ণ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান ৬ই জুন, ২০২২ ইং তারিখ, সকাল ০৯:০০ ঘটিকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবার । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন  বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্‌ এন্ড সার্জনস্‌-এর সভাপতি অধ্যাপক কাজী দীন মোহাম্মদ |

অনুষ্ঠানে প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যোগদান করেন সরাসরি গণভবন থেকে ।

এ অনুষ্ঠানে কলেজের প্রায় ৫০০০ (পাঁচ হাজার) ফেলো ও মেম্বার তথা বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন । তাছাড়াও ৭ই জুন, ২০২২ খ্রি. তারিখে কলেজের  ১৪তম সমাবর্তনে ১৯ জন গোল্ড মেডেলিস্ট, ২১৪৯ জন এফসিপিএস এবং ৩৬২ জন এমসিপিএস এবং ২৩ জন দেশী বিদেশী বরেণ্য ব্যক্তিবর্গ অনারারি ফেলোশীপ সনদ গ্রহণ করবেন ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের রয়েল কলেজগুলোর আদলে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্‌ এন্ড সার্জনস্‌ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭২ সালের ৬ই জুন রাষ্ট্রপতির এক আদেশবলে । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর জুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরী ও দেশের সর্বস্তরের জনগণের জন্য বিশেষজ্ঞ সেবা প্রদানের দৃরদর্শিতা ও অদম্য আকাঙ্কা, তাঁকে এ মহান কাজে ব্রতী হবার প্রেরণা যুগিয়েছিল। তৎকালীন সময়ে বিসিপিএস প্রতিষ্ঠার ফলে স্বল্প খরচ ও সময়ে উচ্চ ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক তৈরীর পথ উন্মোচিত হয় । বঙ্গবন্ধুর এ সময়োচিত সিদ্ধান্তের ফসল “বিসিপিএস” আজ স্বমহিমায় উজ্জল । আজ কলেজ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তিতে পেছন ফিরে দেখি, দেশের সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে নিরলস, নিরন্তর চিকিৎসা শিক্ষা ও সেবা দানে এবং গবেষণা কার্যক্রমে নিয়োজিত বিশেষজ্ঞগণ এ কলেজের ফেলো ও মেম্বার, যার সংখ্যা প্রায় ৮৫ ভাগেরও বেশী । আন্তর্জাতিক পর্যায়েও কলেজের ফেলো ও মেম্বারগণ অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন ।

প্রতিষ্ঠালগ্ন থেকে এই কলেজ নিজস্ব ঐতিহ্য গড়ে তুলতে এবং তা সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ । দেশের স্বাস্থ্য শিক্ষা, সেবা ও গবেষণার উন্নয়নে দক্ষ ও মানসম্মত চিকিৎসক তৈরীর লক্ষ্যে চিকিৎসা শিক্ষা, কাঠামোবদ্ধ ও যুগোপযোগী কারিকুলাম, মানসম্মত প্রশিক্ষণ, গবেষণা, কর্মশালা,  সেমিনার ও সর্বাধুনিক পরীক্ষা পদ্ধতি প্রবর্তন প্রভৃতি কারণে এই কলেজ দেশের শিক্ষাঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে । এপর্যন্ত এ কলেজ থেকে ৫৯টি বিষয়ে ফেলোশীপ ও ১৬টি বিষয়ে মেম্বারশীপ ডিগ্রী প্রদান করা হয়। বর্তমানে কলেজের এফসিপিএস ডিগ্রিপ্রাপ্ত বিশেষজ্ঞের সংখ্যা ৭৮৮৭ জন এবং এমসিপিএস এর সংখ্যা ৩৩২২ জন । বাংলাদেশের বহু প্রথিতযশা, স্বনামধন্য ফেলো চিকিৎসকগণের দায়িত্বশীল নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের ফলশ্রুতিতে বিসিপিএস আজ দেশের মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান

হিসেবে প্রতিষ্ঠিত । কলেজের ফেলো এবং কাউন্সিলরদের সুগভীর প্রজ্ঞা ও কঠোর অধ্যবসায়ের ফলে এই কলেজ দর্শন ও ধারণায় এবং শিক্ষা ও সেবা সম্প্রসারণের ক্ষেত্রে এক অনন্য এতিহ্য গড়ে তুলতে সমর্থ হয়েছে । দেশ-বিদেশের সমগোত্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে দেশের স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রমে অনন্য অবদান রেখে আসছে ।

উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, সকল ফেলো-মেম্বার তথা চিকিৎসক সমাজের মিলনমেলার মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার জন্ম দেয়া এবং দেশের স্বাস্থ্য শিক্ষা, চিকিৎসা সেবা, মানসম্মত প্রশিক্ষণ, গবেষণা ও স্বাস্থ্য খাতের সার্বিক ব্যবস্থাপনায়, “বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্‌ এন্ড সার্জনস্‌ (বিসিপিএস)-এর অবদানের বার্তা দেশে-বিদেশে সর্বত্র পৌছে দেয়া ।

অনুষ্ঠান সুচি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories