বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স’র (বিসিপিএস) অধীনে এফসিপিএস অফথালমোলজি প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্সে অংশ গ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক ডা. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিপিএসে এফসিপিএস (অফথালমোলজি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য অফথালমোলজি বিষয়ের ওরিয়েন্টশন কোর্স বিসিপিএস এ অনুষ্ঠিত হবে। এই কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে রেজিস্ট্রেশন আহ্বান করা যাচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘ উক্ত রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিস’ বরাবর দুই হাজার টাকা UCBL & DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।’
উক্ত কোর্সে স্ব-শরীরে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণার্থীদের অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, ওরিয়েন্টেশন কোর্সের সময়সূচি পরে জানানো হবে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি নিম্নে দেয়া হলো: