Warning: Creating default object from empty value in /home/banglahealthtv/public_html/wp-content/themes/demotvtwo/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
অধ্যাপক হিসেবে পদোন্নতি ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV অধ্যাপক হিসেবে পদোন্নতি ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

অধ্যাপক হিসেবে পদোন্নতি ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের

দেশের বিভিন্ন স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১১ বিশেষজ্ঞ চিকিৎসককে তৃতীয় গ্রেডে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ১১ চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক শূন্য পদে পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো।’

অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন- রংপুর মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহম্মদ মাহবুব হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপাধক্ষ্য ডা. মো. ইজাজুল হক, কক্সবাজার মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল বরকত মুহম্মদ আদনান, খুলনা মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসাদ বেগম, কুষ্টিয়া মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মোস্তাক হাসান চৌধুরী

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারুক আহমেদ, চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইমদাদুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলোক কুমার রাহা, চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল মাওলা

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (পার), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories