রাজধানীতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতালের বিরুদ্ধে র্যাব ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করছে।
রোববার দুপুর ১২টার পর থেকে এ অভিযান শুরু হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাজধানীর উত্তরখান এলাকায় অনুমোদনবিহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সনদবিহীন ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যসেবাবিষয়ক বিভিন্ন অনিয়ম সংক্রান্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। র্যাবের ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে রয়েছেন