শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের আন্দোলন, অবরুদ্ধ স্বাস্থ্য অধিদপ্তর অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন ! জেনে নিন ক্ষতি কতটা ! সব হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি বিভাগসহ সব সেবা বন্ধ ঢামেকে চিকিৎসা সেবায় অবহেলা করলেই আইনানুগ ব্যবস্থা -স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্যের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন ছড়িয়ে পড়ছে এমপক্স ভাইরাস, বিশ্বব্যাপী জরুরি অবস্থা ডব্লিওএইচওর ঢাকা মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ! পঞ্চগড়ে আন্তর্জাতিক মানের সুপার-স্পেশালিটি হেলথ-কেয়ার “নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল-এনপিএমসিএইচ” বাজারে ৬৫ হাজার টাকার ‘ভুয়া’ ক্যান্সার ইনজেকশন

মুগদা হাসপাতালে নতুন করে ভর্তি আর সম্ভব নয়: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে চিকিৎসকদের যেমন হিমশিম খেতে হচ্ছে, তেমনি রোগীরাও পড়ছেন নানা ভোগান্তি আর বিড়ম্বনায়।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় নতুন করে সেখানে আর কোনো ডেঙ্গু রোগী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বুধবার ভার্চুয়াল এক ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর এ তথ্য জানান। তিনি বলেন, মুগদা হাসপাতালে আর ডেঙ্গু রোগী নেয়া সম্ভব নয়। বর্তমানে মুগদায় এক বেডে ২ জন রোগী রয়েছে। নতুন করে আর বেড দেয়া সম্ভব না।

আহমেদুল কবীর বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে আমরা বেড বৃদ্ধি করছি। তবে, মুগদায় নতুন করে আর বেড দেয়া সম্ভব না।

তিনি বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় রোগীদের ঢাকামুখী প্রবণতা বাড়ছে। সবাই যদি ঢাকায় এসে পড়ে তবে এখানে একটা ক্রাইসিস তৈরি হবে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ৫৬০ জন। মারা গেছেন ২০১ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৬২ জন এবং ঢাকা সিটির বাইরের ৩৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories