Warning: Creating default object from empty value in /home/banglahealthtv/public_html/wp-content/themes/demotvtwo/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
এক ঘণ্টার মধ্যে আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV এক ঘণ্টার মধ্যে আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের - বাংলা হেলথ টেলিভিশন - Bangla Health TV
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

এক ঘণ্টার মধ্যে আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের

Newborns are placed in bed together after being taken off incubators in Gazas al Shifa hospital after power outage. Photograph By-Reuters

ফিলিস্তিনের গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা এক ঘণ্টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শনিবার (১৮ নভেম্বর) এমন নির্দেশনা দেওয়া হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে একটি সূত্র জানিয়েছে, চিকিৎসক, রোগী, আশ্রয় নেওয়া সাধারণমানুষসহ সবাইকে এক ঘণ্টার মধ্যে হাসপাতাল প্রাঙ্গন ছাড়তে বলা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একজন চিকিৎসক তাদের বলেছেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী আমাদের সবাইকে এক ঘণ্টা সময় বেধে দিয়ে আল-রশিদ সড়ক দিয়ে সরে যেতে বলেছে। এটিকে আমরা সমুদ্র সড়ক বলে ডাকি।’

এই চিকিৎসক জানিয়েছেন, গাজার দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য সাধারণ মানুষ যে সড়ক ব্যবহার করছেন— এটি সেই সড়ক নয়। ইসরায়েলি সেনাদের নির্দেশনা অনুযায়ী, সাধারণ মানুষ মূলত সালাহ আল-দিন সড়ক ব্যবহার করেন।

এই চিকিৎসক আরও জানিয়েছেন, ইসরায়েলিদের বেধে দেওয়া সময়ের মধ্যে সব মানুষকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। কারণ রোগী ও ইনকিউবেটরে থাকা শিশুদের অন্যত্র নিয়ে যাওয়ার কোনো অ্যাম্বুলেন্স তাদের কাছে নেই। এক ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশনাকে ‘একটি বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

অবরুদ্ধ গাজার উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনীর এক ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে রোগীদের চলে যাওয়ার আল্টিমেটামের পর এখন সেটি জনমানবহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের ইনকিউবেটরে কয়েক ডজন শিশুসহ মুমূর্ষু শত শত রোগী ছিলেন। তারা এখন হাসপাতালের চত্বরে এবং করিডোরে পড়ে আছেন। অনেকে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন।

গত ১৫ নভেম্বর আল-শিফা হাসপাতালের ভেতরে হামলা চালায় ইসরায়েলি সেনারা। হামলার সময় হাসপাতালটিতে ৬৫০ জন রোগী, প্রায় ৫০০ জন স্টাফ এবং কয়েক হাজার আশ্রিত মানুষ ছিলেন। তারা গত তিন-চারদিন ধরে সেখানে খাবার-পানি ছাড়া আটকা পড়ে আছেন। এছাড়া যেসব রোগী আইসিওতে আছেন তারা জ্বালানির অভাবে মেশিন বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুবরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ ফলো করুন

Categories