রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রশিক্ষণের স্বীকৃতি দিয়েছে বিশ্বের ১৫৬ দেশের কিডনি চিকিৎসকদের নিয়ে গঠিত অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আইএসএন)।
কিডনি ফাউন্ডেশনকে ‘সেরিয়ার অ্যাওয়ার্ড’ বিজয়ী ঘোষণা করে গত ১৮ জানুয়ারি তারা এ স্বীকৃতি দেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৮ জানুয়ারি আইএসএন জানিয়েছে, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশে কিডনি রোগীদের উন্নত চিকিৎসা, শিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে। ফলে বর্তমানে এটি আন্তর্জাতিক মানের একটি কিডনি চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে।’
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশীদ বলেন, ‘অর্ধশত বছর ধরে বাংলাদেশে কিডনি রোগের চিকিৎসা ও গবেষণায় অবদান রাখছি আমরা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের গর্বিত করেছে। এটি আমাদের আরও নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দিয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কিডনি রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি কিডনি সংযোজন, ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, অর্গান আইন প্রণয়ন, কিডনি রোগ প্রতিরোধে গবেষণা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে। এ ফলে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি আইএসএন পাইওনিয়ার অ্যাওয়ার্ড পায়। একই সঙ্গে ‘ওয়ার্ল্ড হেলথ অ্যান্ড ওয়েলনেস এবং সিএইচআরও এশিয়া’র যৌথ প্রযোজনায় ‘হেলথকেয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড’ পায় প্রতিষ্ঠানটি।’
প্রসঙ্গত, আইএসএন ১৯৬০ সাল থেকে বিশ্বব্যাপী কিডনি রোগের চিকিৎসার উন্নয়ন, শিক্ষা ও গবেষণায় কাজ করছে।