শতাব্দী প্রাচীন এক উৎসবে সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করতে চিকিৎসা কর্মী এবং অন্যান্যরা, পশ্চিম জাপানের নারা জেলার একটি মন্দিরে জড়ো হয়েছেন।
১৩ শতকেরও বেশি সময় ধরে বসন্তকালে সাকুরাই শহরের ওহমিওয়া মন্দিরে হানাশিজুমে-নো-মাৎসুরি অনুষ্ঠিত হয়ে আসছে। এর কারণ প্রাচীনকালে লোকজন বিশ্বাস করতেন যে চেরি ফুল ঝরে পড়ার সময় রোগব্যাধি ছড়িয়ে পড়ে।
ভেষজ উৎসব নামেও পরিচিত এই ইভেন্টে সারাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো ওষুধ পাঠায়। এই বছর, প্রার্থনার একটি বেদীর সামনে ঠান্ডা এবং পেটের পীড়ার ওষুধ’সহ প্রায় আড়াই হাজার উপকরণ রাখা হয়।
গতকাল বৃহস্পতিবার, শিন্তো পুরোহিতরা চিকিৎসার জন্য ব্যবহৃত ভেষজ উপকরণ রাখার পাশাপাশি প্রার্থনা করার পর চারজন কুমারী নৃত্য পরিবেশন করেন। এরপরে, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মচারী ও চিকিৎসাকর্মীরা সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।