বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) পাঁচদিন ব্যাপী কর্মশালায় আগ্রহী চিকিৎসকদের আবেদন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিএমআরসির পাঁচদিন ব্যাপী রিসার্চ মেথডোলজি, বায়োস্ট্রাটিক্স, সায়েন্টিফিক রাইটিং, স্ট্রাটিকসিক্যাল প্যাকেজ ও রিসার্চ ওরিয়েন্টেট কম্পিউটার প্রোগ্রাম কর্মশালায় আগ্রহী পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ছাত্রদের প্রোপার চ্যানেলের মাধ্যমে আবেদন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন পত্রটি আগামী ১০ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে জমা দিতে হবে। আবেদন পত্রটি নিম্নবর্ণিত লিংকে পাওয়া যাবে- (www.bmrvbd.org/application form/form.docx)। আবেদনকারীকে নিম্ন বর্ণিত লিংকটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে https://bmrcbd.org/OnlineApplication/applicationform.php)।